শুধু বর্ষাকালই নয়, তীব্রভাবে ভাগীরথী নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে শীতকালেও। এই ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় বিঘার পর বিঘা বহু ফসলি চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই এলাকার মানুষের চাষবাস করেই অতি কষ্টে দিন গুজরান হয়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লক সংলগ্ন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহিরচড়া গ্রামের। এলাকাবাসীদের বক্তব্য, এই ভাগীরথী নদী ভাঙ্গন কয়েক বছর আগে শুরু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেও কোন সুরাহা হয়নি। বর্তমানে যেভাবে নদী পাড় ভাঙছে তাতে সমস্ত চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে আর বেশি দেরি নেই। তারপরেই ভাঙ্গনের মুখে পড়বে বাহিরচড়া গ্রাম। তাই জমি ও ভিটেমাটি সবকিছু হারানোর আশঙ্কায় দিন গুণছেন গোটা বাহিরচড়া গ্রাম। এই গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক মুজাফফর আহমেদ মিঠুন বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে নদীর পাড় বাধাই’র দাবি করে আসছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাশীঘ্র এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদী ভাঙ্গনে অর্ধেক ভেঙে যাওয়া শাকালুর জমিতে কাজ করছিলেন ক্ষুদ্র কৃষক নুর ইসলাম। তিনি জানান, এই জমিটুকু চলে গেলে আমার আর কোন অন্নের সংস্থান থাকবে না। শীঘ্র এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। নদীতে ভেঙে যাওয়া জমির মালিক রফিজুল শেখ জানান, জমিটা চলে গেছে। এখানে ওখানে কাজ করেও দুটো অন্নের সংস্থান করতে পারবো। কিন্তু বাড়িটা ভাঙ্গন থেকে না বাঁচাতে পারলে আমি নিঃস্ব হয়ে যাব।
Erosion Purbasthali
নদী ভাঙ্গন অব্যাহত পূর্বস্থলীর বাহিরচড়া গ্রামে
×
Comments :0