Purulia

ক্ষতিগ্রস্ত চাষের জমি, অবস্থান-বিক্ষোভে পাবরা গ্রামের মানুষ

জেলা

পুরুলিয়ার রঘুনাথপুরের ডিভিসি’র তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে এলাকার মানুষজন সরব হয়েছেন। আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকের পাবরা গ্রামের মানুষজন বুধবার ডিভিসির পাম্প হাউসের সামনে গিয়ে অবস্থান-বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ তারা সেখানে বিক্ষোভ দেখান। তাদের দাবি ২০১৬ সাল থেকে এই ছাই পুকুরের জলে তাদের চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভালো চাষ হচ্ছে না। প্রয়োজনে তারা ডিভিসির হাতে যথাযোগ্য মূল্যের বিনিময়ে ওই জমি তুলে দিতেও রাজি। নিজেদের জমি থাকা সত্ত্বেও তারা এই ছাইপুকুরের জল জমিতে ঢুকে যাওয়ার কারণে কোন চাষাবাদ করতে পারছেন না। ডিভিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েই দায় সারছে।
রঘুনাথপুরে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুড় তৈরি করেছে রঘুনাথপুর দুই ব্লকের পাবরা গ্রামের সামনে। ওই ছাই পুকুড়ের জল গত বেশ কয়েক বছর ধরে পাবনা গ্রামের কিছু চাষির জমিতে ঢুকে যাচ্ছে। যার ফলে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কৃষকদের দাবি। ছাই পুকুরের জল যাতে কোন ভাবে চাষের জমিতে ঢুকতে না পারে এ ব্যাপারে এর আগেও আন্দোলনে সামিল হয়েছে এলাকার মানুষজন। পাবরা গ্রামের কৃষকদের স্বার্থে এর আগে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কথা বলেছিলেন প্রয়াত সংসদ বাসুদেব আচারিয়া। প্রত্যেকবারই ডিভিসি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেয় যাতে কৃষকদের জমি ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থা তারা করবেন। কিন্তু কোন ব্যবস্থাই গ্রহণ করেনি ডিভিসি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে বুধবার পাবনা গ্রামের অদূরে ছাইপুকুরের সামনে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাম্প হাউসের সামনে গিয়ে অবস্থান-বিক্ষোভে সামিল হন তারা। 

Comments :0

Login to leave a comment