Fire at Hospital

উলুবেড়িয়া হাসপাতালে আগুন, রোগীরা সুরক্ষিত

জেলা

উলুবেড়িয়া হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে ভয়াবহ আগুন। ডায়ালিসিস চলাকালীন আতঙ্কে ছোটা ছুটি রোগীদের। হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা করলো না কাজ। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। মোটামুটি নিয়ন্ত্রণে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার ওই হাসপাতালে রোগীদের ডায়ালিসি চলছিল। সেই সময় এসিতে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। রোগীদের বাইরে বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। রোগীদের ওই ওয়ার্ড থেকে বাইরে নিয়ে আসতে সক্ষম হন হাসাপাতালের স্বাস্থকর্মীরা। তারাই প্রথমে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ না করায়। খবর দেওয়া হয় দমকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে সমস্ত রোগী সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments :0

Login to leave a comment