হাওড়া স্টেশনে আবারও উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। গত শুক্রবার হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকা। সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন রেল পুলিশ। ধৃত ওই যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। বয়স ৩৩ বছর। তিনি রাজস্থানের বিকানেরের বাসিন্দা।
রেল পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে রেল পূলিশ। স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর পিঠে থাকা নীল ব্যাগ খুলে তল্লাশি শুরু করতেই বেরিয়ে আসে বিপুল নগদ টাকা। তার পরিমাণ ৫০ লক্ষ টাকা।
টাকা সে কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সেই যুবক। দেখাতে পারেননি কোনও বৈধ কাগজ। আরপিএফ সূত্রের খবর, ওই যুবক-সহ বিপুল টাকা তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে। তাঁকে আটক করে রেল পূলিশ। বাজেয়াপ্ত করা হয় সমস্ত টাকা।
Comments :0