ICC Champions Trophy 2025

৬০রানে জয়ী নিউজিল্যান্ড

খেলা

icc-champions-trophy-pakistan-vs-new-zealand ছবি প্রতিকী

চ্যাম্পিয়ন্স ট্রফির প্ৰথম ম্যাচেই হার পাকিস্তানের। ৬০ রানে জিতলো মিচেল স্যান্টনারের দল । প্রথমে ব্যাট করে ইয়ং ও লাথামের শতরানের সৌজন্যেই  ৩২০ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্যপূরণে নেমে কোনো সময়ই পাকিস্তানকে ভয়ঙ্কর মনে হয়নি। খুশদিল শাহ করেন ৪৯ বলে ৬৯রান । ৯০ বলে ৬৪রান করেন বাবর আজম । ২৮ বলে ৪২ করেন সালমান আলী আঘা । উইলিয়াম রুরকে ও স্যান্টনার নেন ৩টি করে উইকেট ম্যাট হেনরি নেন ২টি উইকেট। প্রথম ম্যাচে ঘরের মাঠে পরাজয়ের পর বেশ চাপে পরে গেল রিজওয়ানের দল। পাকিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে আগামী ২৩তারিখ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Comments :0

Login to leave a comment