শনিবার থেকে লাদাখে শুরু হচ্ছে আইস হকি। এই প্রতিযোগিতার উদ্যোক্তা হল রয়্যাল এনফিল্ড। মহিলা ও পুরুষ উভয় বিভাগেই এই প্রতিযোগিতার খেলা হবে। পুরুষদের বিভাগে মোট পাঁচটি দল খেলবে দুটি করে গ্রূপে। মহিলাদের বিভাগেও খেলা হবে একই নিয়মে।১২ জানুয়ারি মহিলাদের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে এবং ১৩ জানুয়ারি ফাইনাল হবে পুরুষদের। লাদাখের নাওয়াং ডরজায় স্টবডান স্পোর্টস কমপ্লেক্সে হবে সব কটি ম্যাচ।
Comments :0