এরই মাঝে সামনে এসেছে ইমরানের উপর হামলা চালানোয় অভিযুক্ত এক ব্যক্তির ভিডিও( video)। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। যদিও গণশক্তি সেই ভিডিও’র সত্যতা যাচাই করেনি।ভিডিও’তে ওই অভিযুক্ত( Imran Khan attacker) ব্যক্তিকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায়। ধৃতের দাবি, ইমরান খান পাকিস্তানের জনতাকে(Pakistan Politics) ভুল পথে চালিত করার চেষ্টা করছে। তাই তাঁকে হত্যা করার জন্য গুলি চালিয়েছেন তিনি। ইমরান ছাড়া অন্য কাউকে আঘাত করার অভিপ্রায় ছিল না তাঁর।
ভিডিওতে সে আরও জানায়, গুজরানওয়ালায় সে একটি মোটরসাইকেল (Motorcycle)করে এসেছিল। এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখে সে পিটিআই’র সভাস্থলে আসে। যদিও ধৃতের নাম, কিংবা এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা সেই সমস্ত তথ্য ভিডিও থেকে জানা যায়নি।
Comments :0