রবিবার গভীর রাতে নির্দল প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর গ্রামে। ওই গ্রামে গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হয়েছেন আসিফ ইকবাল নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, রাতে প্রচার করে বাড়ি ফিরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। এরপর তরিঘরি ঘর থেকে বউ বাচ্চা কে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। খবর জানাজানি হতেই এলাকার মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান। নির্দল প্রার্থীর অভিযোগ, গ্রামে তার কোন শত্রু নেই।
নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি বলে কেউ শত্রু মনে করতে পারে। এলাকার বাসিন্দাদের চিৎকারে রাতে ঘুম ভেঙ্গে দেখি চারিদিকে আগুন জ্বলছে। কোনরকমে মাথা ঠান্ডা করে রেখে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসি। এছাড়া কয়েকটি বোমা ফাটা শব্দ কানে এসেছে। ঘরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। আগুন লাগার ফলে বাড়ির অধিকাংশ জিনিসই পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বেশ কিছু বোমা ফাটার শব্দও শোনা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0