INDIA IN ASIAN GAMES

এশিয়াডে দুরন্ত ছন্দ বজায় রাখছেন ভারতীয়রা

খেলা

ASIAN GAMES INDIAN FOOTBALL INDIA BANGLADESH TAIWAN CHINA BENGALI NEWS INDIAN SPORTS SHOOTING

চলতি এশিয়ান গেমসে ভারতের অন্যতম সফল দিন গেল শুক্রবার । সারা দিনে ২টি সোনার মেডেল সহ মোট ৯টি মেডেল জিতলেন ভারতীয়রা। এখনও অবধি ৮টি সোনার মেডেল সহ মোট ৩টি মেডেল জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। রয়েছেন পদক তালিকার চতুর্থ স্থানে। কেবলমাত্র শুটিং থেকেই এসেছে ১৮টি পদক। 

চীনের হাংঝৌ শহরে বসেছে এশিয়ান গেমস বা এশিয়াডের আসর। ২০২২ সালের জুলাই মাসে হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে প্রায় দেড় বছর। শুক্রবার সকালেই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে দেশকে সোনা এনে দেন পালক গুলিয়া। একই প্রতিযোগিতায় রুপো জেতেন এষা সিং। পালক, এষা এবং দিব্যা থাডিগোলকে নিয়ে গঠিত টিম মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে রুপো জিতেছে এদিন। 

পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগেও এদিন সোনা জিতেছে ভারত। এই দলে ছিলেন ঐশ্বরী প্রসাদ সিং তোমর, স্বপ্নীল সুরেশ কুশালে এবং অখিল শিওরান। ঐশ্বরী সিং তোমর পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলসের সিঙ্গলসে রুপো জিতেছেন শুক্রবার। 

এখনও অবধি পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। চলতি এশিয়াডের আয়োজক দেশ জিতেছে ১০৫টি সোনার মেডেল সহ মোট ২০০টি মেডেল। দ্বিতীয় স্থানে থাকা জাপান জিতেছে ২৭টি সোনা। তাঁদের মোট মেডেলের সংখ্যা ৯৯। ২৬টি সোনার মেডেল এবং মোট ১০২টি মেডেল নিয়ে দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয় স্থানে। 

Comments :0

Login to leave a comment