অস্ট্রেলিয়া ৪৩ রানে জিতলো সিরিজ। ভারত সাহসিকতার সাথে ম্যাচটি খেললেও জিততে পারলো না। ৪১৩ রান তাড়া করতে নেমে ভারতীয় দল ৩৬৯ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৫০ বলে শতরান করলেন স্মৃতি মান্ধানা। রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটে । শুধু তাই নয় টপকে গেলেন বিরাট কোহলির ৫২ বলে শতরানের রেকর্ডও। একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সব থেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর ঝুলিতে। মহিলা ক্রিকেটারদের মধ্যে কম বলে সেঞ্চুরির তালিকায় প্রথম তিনটি স্থানই দখলে রাখেলন মান্ধানা। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং বিশ্বরেকর্ড রয়েছে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানের। ৪৫ বলে শতরান করেছিলেন তিনি।
৬৩ বলের বিনিময়ে ১২৫ রান করেন স্মৃতি। মোট ১৭টি চার, ৫টি ছক্কা রয়েছে ইনিংসে। হরমনপ্রীত করেন ৩৫ বলে ৫২ রান। স্মৃতি-হরমনপ্রীত জুটি লড়াই শুরু করে। আক্রমনাত্মক হয়ে খেলতে গিয়েই গার্ডনার হাতে ক্যাচ আউট হন স্মৃতি। এরপর লড়াই চালিয়েছেন দীপ্তি শর্মা। কিন্তু ৫৮ বলে ৭২ করে আউট হন দীপ্তি। আগে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। ফলে শনিবারের ম্যাচটি ছিল নির্ণায়ক। ২-১ সিরিজ হারলো ভারত।
Comments :0