পাকিস্তানের ২৪১ রানের জবাবে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। পঞ্চম ওভারে ১৫ বলে ২০ রানে আউট হন রোহিত। শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কারে আউট হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। তারপর ব্যাট হাতে মাঠে নামেন বিরাট কোহেলি। ১১ ওভারে হরিস রাউফের বলে মিড উইকেটের দিকে শট খেলতে গিয়ে খুশদিলের হাতে ক্যাচ তুলে দেন শুভমন। ক্যাচ মিস করেন খুশদিল শাহ। ১৭. ১ ওভারে ভারত একশো রানের পর আউট হয়ে যান গিল। ১৮তম ওভারে আব্রার আহমেদের স্পিনে ৪৬ রান করে আউট তিনি।
তখন ভারতের স্কোর ১০২ রানে ২ উইকেট। মাঠে নামলেন শ্রেয়স আইয়ার। পাকিস্তানের আটোসাটো ফিল্ডিং এবং অসাধারণ বোলিংয়ের কাছে ঝুঁকি নিতে চাইনি ভারত। কারণ এখন ভারতের হাতে রয়েছে আটটি উইকেট ও ৩০টি ওভার। ক্রিজে রয়েছেন বিরাট কোহেলি ও শ্রেয়স আইয়ার। কেহেলি ৫০ বলে ৪১ রান। শ্রেয়স ১০ বলে পাঁচ রান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই মুহূর্তে খেলছে ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে রবিবারের এই ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই পাকিস্তানের কাছে। পাকিস্তানের ওপেনিং জুটি বাবর আজম ও ইমাম উল হক মাঠে নামার পর দেখা মিলল এক সৌহার্দ্যের চিত্রের। ক্রিজে যাওয়ার সময় ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল বাবর আজমের কাঁধে হাত রেখে সৌহার্দ্য বিনিময় করতে। বাবরও তাকে দিলেন ভাতৃত্বের স্পর্শ। দুই দেশের দুই প্রাক্তন অধিনায়কের এরূপ সৌহার্দ্য ,ভাতৃত্ব এবং খেলোয়াড়িসুলভ মানসিকতার মেলবন্ধন দেখে আপ্লুত হলেন গোটা স্টেডিয়ামসহ দুই দেশের জনগণও।
এদিন পুরো ৫০ ওভারও খেলতে পারল না পাকিস্তান। ৪৯. ৪ বলে ২৪১ রানে অল আউট হয়ে ভারতকে ২৪২ রানের টার্গেট দিল পাকিস্তান।
ওপেনিংয়ে বাবর-ইমাম মিলে ৪১ রানের জুটি গড়ে। ৯ম ওভারের দ্বিতীয় বলে হার্দিক পান্ডিয়ার শিকার বাবর। তারপর ইমাম রান আউট হয়ে যান। পাক অধিনায়ক রিজওয়ান ও সৌদ শাকিল ১৪৪ বলে ১০৪ রানের জুটি ভাঙে। ৭৬ বলে ৫ টা চার ৬২ রান করেন সাকিল। ৭৭ বলে ৪৬ রান করেন রিজওয়ান। খুশদিল শাহর চেষ্টায় ২৪১ রানের লক্ষ্যে পৌছায় পাকিস্তান। তিনি করেছেন ৩৯ বলে ৩৮ রান। ৫০তম ওভারের চতুর্থ বলে আউট হন তিনি। পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় ২৪১ অল আউট ৪৯. ৪ বলে। এদিন ৩টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, ২টি হার্দিক পান্ডিয়া। সলমন আঘা ও শাহিন আফ্রিদিকে পরপর আউট করেন কুলদীপ যাদব। যদিও অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন তিনি। হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা পেয়েছেন একটি করে উইকেট।
Comments :0