আগামী সেপটেম্বরে একটি আন্তর্জাতিক জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে ভারত। এটি একটি আমন্ত্রণমূলক প্রতিযোগিতা হতে চলেছে। ১০টি দল অংশগ্রহণ করতে চলেছে এই প্রতিযোগিতায়। আয়োযোগকারী সংস্থার সাথে অন্যতম প্রধান অংশ হিসেবে এই প্রতিযোগিতায় থাকতে চলেছেন পর পর দুটি অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া তারকা জাভেলার তারকা নীরজ চোপড়া। ভারতের এথেলিটিক ফেডারেশন বা এথেলিটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি এডিলে সুমারিওয়াল্লা মঙ্গলবার এই কথা ঘোষণা করেন। ২০২৭ বিশ্ব র্যালি , ২০২৮ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ ও ২০২৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেও ইচ্ছা প্রকাশ করেছে ভারত। এই ইচ্ছা প্রকাশ করে আন্তর্জাতিক বডির শীর্ষকর্তা সেবাস্টিয়ান কোই এর সাথেও কথা বলেছেন সুমারিওয়াল্লা। গত নভেম্বরেই ভারতে এসেছিলেন সেবাস্টিয়ান। তখনই একপ্রস্থ আলোচনা হয়েছে এই বিষয়ে।
Comments :0