icc champions trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ

খেলা

ছবি প্রতীকী।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারত নামবে বাংলাদেশের বিরুদ্ধে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২;৩০টেয়। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে এই দুই প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের বিরুদ্ধে এমনিতেই রেকর্ড বেশ ভালোই ভারতের। বিশেষ করে বিরাটের। মোট ৪১টি একদিনের ম্যাচে ভারতের জয়ের সংখ্যাই ৩২। অন্যদিকে ৮টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। একটি ড্র হয়েছে। এই স্টেডিয়ামেও ২০১৮ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে  জয় পেয়েছিলো ভারত। বাংলাদেশের বিরুদ্ধে মোট ১৬টি ম্যাচ খেলছেন বিরাট। মোট ৯১০ রান করেছেন বিরাট। যার মধ্যে রয়েছে ৫টি শতরান এবং ৩টি অর্ধশতরান। বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে ২২টি ম্যাচে মোট ৭১০রান করেছেন শাকিব আল হাসান এবং নিয়েছেন ২৯টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট , ওডিআই এবং টিটোয়েন্টি মিলিয়ে মোট ৭৩বারের সাক্ষাতে ভারত জিতেছে ৬১বার এবং বাংলাদেশ জিতেছে মাত্র ৯বার। এতেই প্রমাণিত ভারতের আধিপত্য। রোহিতের নেতৃত্বে তাই নিজেদের প্রথম ম্যাচ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া জয় দিয়েই শুরু করতে চাইছে ভারত।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - গিল , রোহিত , বিরাট , শ্রেয়াস , রাহুল , হার্দিক , জাদেজা , অক্ষর প্যাটেল , কুলদীপ , শামি এবং অর্শদীপ সিং।   

Comments :0

Login to leave a comment