শনিবার আইএসএলে রয়েছে দুটি ম্যাচ। বিকেল ৫টায় ওড়িশার মুখোমুখি হবে গোয়া। সন্ধ্যা ৭:৩০টায় বেঙ্গালুরুর মুখোমুখি হবে জামশেদপুর।
১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মানালো মার্কেজের গোয়া। অন্যদিকে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামবেন লোবেড়া। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান গোয়ার। অন্য ম্যাচে জামশেদপুরকে হারাতে মরিয়া থাকবেন সুনীলের বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুনীল ব্রিগেড। শীর্ষে থাকা মোহনবাগানের সাথে ব্যবধান ৫ পয়েন্টের। সেই ব্যবধান কমানোর উদ্দেশ্যেই শনিবার খালিদের বিরুদ্ধে নামবেন জারাগোজার বেঙ্গালুরু এফসি।
Comments :0