IT RAID

বিধায়কের চালকল, বাড়িতে আয়কর হানা

রাজ্য

বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি এবং চাল কলে তল্লাসি চালাচ্ছে আয়কর দপ্তর। বুধবার সকালে বাঁকুড়া থেকে বিধানসভায় আসেন দল বদল করা এই বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখে তার বাড়িতে চলতে থাকা আয়কর হানার খবর পেয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। 
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। তার আগে তিনি ছিলেন সেই এলাকার যুব তৃণমূলের সভাপতি। তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছর আগস্ট মাসে ফের তৃণমূলে ফেরেন তিনি। কিন্তু খাতায় কলমে মুকুল রায়ের মতো সে এখনও বিজেপি বিধায়ক। 

আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিধায়কের আয়কর রিটার্নের সাথে বাস্তবের আয়ের অমিল রয়েছে। নামে বেনামে বিধায়কের সম্পত্তি থাকতে পারে বলে মনে করছেন আয়কর দপ্তর।

রাজ্যের মন্ত্রী অখিল গিড়ি এবং তার ছেলেকেও আয়কর দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। 

Comments :0

Login to leave a comment