Jalpaiguri Court Orders

নাবালিকা ধর্ষণে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড

জেলা

সাত বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অপরাধে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। সোমবার বিচারক রিন্টু সুর এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। শুধু কারাদণ্ডই নয়, অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে জমা পড়া বয়ান থেকে জানা গেছে ২০২০ সালের ১৬ এপ্রিল শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর থানা এলাকায় প্রতিবেশী ভাড়াটে‌ এক যুবক ৭ বছরের নাবালিকাকে খেলার ছলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। শিশুটির মা রাতে বাড়ি ফেরার পর মায়ের কাছে সবকিছু খুলে বলে। এরপর রাতেই নাবালিকার পরিবারের সদস্যরা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের‌ পর দ্রুত চার্জশিট দাখিল করে পুলিশ। 
জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ‘‘নির্যাতিতার মা ভক্তিনগর থানায় এসে অভিযোগ করে জানান, তাঁর মেয়েকে বর ব‌উ খেলার ছলে এই দুষ্কর্ম করেছে ওই যুবক ৷ মোট ৮ জনের সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্তকে‌ ২০ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন বিচারক। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ৷ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্যাতিতা নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Comments :0

Login to leave a comment