Elephants

জলপাইগুড়িতে হাতির পাল, বনদপ্তরের প্রচেষ্টায় স্বস্তি ফিরল গ্রামে

জেলা

Elephants


জলপাইগুড়ি শহর থেকে ৫ কিলোমিটার দূরে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা পাড়ে দেখা মিলল হাতির পাল। সোমবার সকালে তিস্তা পেরিয়ে গ্রাম অভিমুখে রওনা হওয়া প্রায় দেড়শ হাটির পাল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোরে হাতির পালের আগমণে  ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 
স্থানীয় বাসিন্দা আলেয়া খাতুন জানান, এর আগেও হাতি এসেছে আমাদের গ্রামে।  এসে অত্যাচার করেছে, আজ সকালে উঠেই দেখি তিস্তা নদীর ওপার থেকে একদল হাতি আমাদের গ্রামের দিকে আসছে, আমরা চাই পুলিস আসুক অনেক আতঙ্কের মধ্যে আছি আমরা।
জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোটো চৌধুরী পাড়ায় বাসিন্দাদের হাতির আতঙ্কে কৃষি খেতে সবরমক স্বাভাবিক কাজকর্মের ছন্দপতন ঘটে। কারণ তাঁরা দেখতে পান তিস্তা পেরিয়ে গ্রাম অভিমুখে রওনা হওয়া প্রায় দেড়শ হাটির একটি পাল। এরপরেই গ্রাম জুড়ে ছড়িয়ে পরে আতঙ্ক। 


ছোটো চৌধুরী পাড়ার বাসিন্দা আলেয়া খাতুন জানান, এর আগেও হাতি এই গ্রামে এসে অত্যাচার করেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখি তিস্তা নদীর ওপার থেকে একদল হাতি আমাদের গ্রামের দিকে আসছে। হাতির আগমণের পর থেকেই আমার আতঙ্কে রয়েছি। আমাদের দাবি পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এখনে এসে পরিস্থিতি সামাল দিক। অনেক আতঙ্কের মধ্যে আছি আমরা।
ওপর এক গ্রামবাসী জানালেন, একটু বেলা করেই আজ জমিতে এসেছি, এখন দূরে থাকা হাতির ছায়া চোখে পরছে। পরে দুপুর নাগাদ পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এসে হাতির পালকে তাড়িয়ে জঙ্গলে দিকে পাঠিয়ে দেয়। 

Comments :0

Login to leave a comment