Karanataka vote share

প্রায় পাঁচ শতাংশ ভোট বাড়লো কংগ্রেসের

জাতীয়

ভোটের আগে কর্নাটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী। রোড শো, জনসভা সব করেছেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। একক সংখ্যাগিষ্ঠতা নিয়ে দক্ষিণী এই রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। কর্ণাটকে বিজেপির হারের সাথে সাথে দক্ষিণ ভারতের কোন রাজ্যে ক্ষমতায় থাকলো না কেন্দ্রের শাসক দল।

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত কংগ্রেস পেয়েছে ৪৩.০২ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৫.৭৪ শতাংশ ভোট। জেডিএসের ঝলিতে গিয়েছে ১৩ শতাংশ ভোট। গত বিধানসভা নির্বাচনের ফলাফলের তুলোনায় প্রায় পাঁচ শতাংশ ভোট বেড়েছে কংগ্রেসের, পাঁচ শতাংশ ভোট কমেছে জেডিএস’র। 

Comments :0

Login to leave a comment