ঘরের মাঠে এফসি গোয়াকে ৩-১ গোলে হারালো কেরালা ব্লাস্টার্স। রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল হয়। রাহুল কেপি’র পাস থেকে গোল করে কেরালাকে এগিয়ে দেন এড্রিয়ান লুনা। এর ঠিক ২ মিনিটের মাথায় পেনাল্টি পায় কেরালা। স্পটকিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দিমিট্রিয়স ডিয়ামানটাকোস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও গোয়ার উপর চাপ বজায় রাখে কেরালা। ম্যাচের ৫২ মিনিটে ইভান কালইউজনি’র গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কেরালা। ৩০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন গোল করেন তিনি।
এরপরে গোয়া একাধিকবার কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা করে। কিন্তু কেরালার গোলরক্ষক প্রাভসুখন সিং গিলের তৎপরতায় তাঁদের সমস্ত প্রচেষ্টাই আটকে যায়। যদিও হোম দলের ডিফেন্সের ব্যর্থতার সুযোগে ৬৭ মিনিটে ব্যবধান কমায় গোয়া। হেডে গোল করে যান নোয়া সাদাওই।
Comments :0