keshpur college bombing

কেশপুর কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কলেজ চত্বরে বোমাবাজী

জেলা

দীর্ঘ একমাস কলেজ ছুটি থাকার পর মঙ্গলবার খুলেছিল রাজ্যের সমস্ত কলেজ। কিন্তু কলেজ খোলার কিছু পরেই তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠিদ্বন্দ্বে রণক্ষেত্রের চেহারা নেয় কেশপুর (Keshpur College) কলেজ চত্বর। এদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয়। লাঠি, ক্রিকেট ব্যাট নিয়ে যেমন মারামারি চলে তেমনি কলেজ চত্বরেই ঘটে বোমাবাজীর (bombing incident)ঘটনা। বোমাবাজীর ফলে আহত হয়েছেন প্রায় ৭ থেকে ১০ ছাত্র। তবে ঘটনায়া যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে কলেজে আসা সাধারণ ছাত্র ছাত্রীরা।  
আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। তাদের মেদিনীপুর কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে কলেজ খুলতেই কিছু দাবি দাওয়া নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একদল সদস্য অধ্যক্ষর কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তার ঘরে সামনে যায়। খবর পেয়ে তখনই সেখানে উপস্থিত হয় তৃণমূলের অপর গোষ্ঠী। সেখানেই শুরু হয় বচসা ও হাতাহাতি। পরে সেখান থেকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে ঝামেলা। ক্রিকেট ব্যাট, উইকেট, লাঠি নিয়ে একপক্ষ অপরপক্ষকে বেধরক মারধর করে বলে অভিযোগ। তারপরেই পরপর বোমা পড়তে থাকে কলেজে। প্রসঙ্গত কলেজ ছাত্রদের কাছে কিভাবে এল বোমা তা নিয়ে উঠছে প্রশ্ন। ছাত্রদের মধ্যে গোলমাল বাধার পর কেন পুলিশকে ডাকা হয়নি তা নিয়েইও সুর চড়িয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা।

Comments :0

Login to leave a comment