Kolkata Police

শোভাবাজারে আক্রান্ত পুলিশকর্মী, গ্রেপ্তার অভিযুক্ত

কলকাতা

এবার কলকাতায় আক্রান্ত পুলিশ। উত্তর কলকাতার শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মত্ত দুষ্কৃতীর বিরুদ্ধে। দুষ্কৃতীরা হাতে আক্রান্ত হতে হল কলকাতা পুলিশের কর্মী দেবাশিষ মন্ডলকে। মহরমের দিন বুধবার ভোরে টহল দিতে গিয়ে উত্তর কলকাতার বড়তলা থানায় এলাকায় তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। টহলদারির সময় গন্ডগোল করছিল এক দুষ্কৃতী। তাকে আটকাতে গেলে পুলিশের ওপর হামলা চালায়, আক্রান্ত হন তিনি। তাঁর মাথা ফেটে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাহুল দাস।
পুলিশ সূত্রে জানা গেছে,  মহরমে অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাবাজার এলাকায় টহলদারির সময় নজরে আসে মদ্যপ অবস্থায় ওই দুষ্কৃতী এলাকায় অশান্তি করছে। তখনই ওই পুলিশ কর্মী এগিয়ে যান এবং অভিযুক্তকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে অভিযুক্ত। তাকে নিষেধ করা হলেও অভিযুক্ত গালাগালি না থামিয়ে  ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় পড়ে যান ওই পুলিশ কর্মী। তাঁকে মারধর শুরু করে অভিযুক্ত। মাথা ফাটে পুলিশ কর্মী দেবাশিষ মন্ডলের। পুলিশ কর্মীরা পালানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলে। পরে বটতলা থানার পুলিশ গ্রেপ্তার করে। আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

Comments :0

Login to leave a comment