kulik Express

প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায় কুলিক এক্সপ্রেস, প্রাণে বাঁচলেন ৬ মহিলা যাত্রী

রাজ্য জেলা

 

বিশ্বনাথ সিংহ - রায়গঞ্জ

 

প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায় কুলিক এক্সপ্রেস, হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৬ মহিলা যাত্রী।

 অন্যদিনের মত বৃহস্পতিবার হাওড়া কুলিক এক্সপ্রেস রায়গঞ্জে পৌছায় সন্ধা ৬ টা নাগাত। প্লাটফর্ম থেকে ইঞ্জিন বেড়িয়ে যায়। তারপরেই ছিলো মহিলা কামরা। প্ল্যাটফর্ম ছাড়িয়ে অনেক দূরে পৌছে যায় মহিলা কামরা। পাশে গার্ডওয়াল। গার্ডওয়াল ধরে কোনো রকমে নামতে গিয়ে ট্রেনের হুইসিল দিতেই প্রাণভয়ে লাফিয়ে নামতে গিয়ে বিপত্তি। লাফ দিয়ে নামার সময়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের ৬ মহিলা যাত্রী। এদিন সন্ধ্যায় এই ঘটনা ঘটে রায়গঞ্জ রেল স্টেশনে। স্থানীয় সুত্রে জানা যায়, এদিন কুলিক এক্সপ্রেস ট্রেন রায়গঞ্জ রেল স্টেশনে ঢোকার পর দেখা যায় মহিলা কামরাটি ১ নম্বর প্ল্যাটফর্ম ছাড়িয়ে নির্মীয়মাণ গার্ডওয়ালের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি দাঁড়াতে না দাঁড়াতে ছেড়ে দেয়। যাত্রীদের না নামিয়েই। ফলে মহিলা কামরায় থাকা রায়গঞ্জের ৬ যাত্রী প্রায় ছয় সাত ফুটের বেশি গার্ডওয়াল থেকে কোনমতে লাফ দিয়ে নীচে নামেন। সকলেই মাটিতে লুটিয়ে পরেন।  প্রত্যেকেরই  হাতে পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। আতঙ্কিত হয়ে পরেন ট্রেনের মধ্যে থাকা অনান্য যাত্রীরা। স্টেশনে দাঁড়িয়ে থাকা ও স্থানীয় মানুষ কোনোরকম আহতদের উদ্ধার করে ষ্টেশন ম্যানেজারের ঘরে নিয়ে আসেন।  

এই ঘটনার পর আতঙ্কিত আহত যাত্রী সাধারণ যাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। গাফিলতির অভিযোগে ষ্টেশন ম্যানেজারকে অভিযোগ জানাতে গেলে দেখা যায় ষ্টেশন ম্যানেজারের ঘর বন্ধ। আরও ক্ষোভ ছড়িয়ে পরে। আহত রেল যাত্রী সোমা কর্মকার ও কৃষ্ণা দেবনাথ, পিয়ালী চক্রবর্তীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে জঙ্গলের পাশে এক জায়গায় থেমেছিলো। ইতিমধ্যে ট্রেন ছাড়তে শুরু করে। অনেকে তখনও নামতে পারেননি। শেষ পর্যন্ত গার্ডওয়াল থেকে লাফ দিতে হয়েছে। তবে অল্পের জন্যে প্রাণে বাঁচতে লাফ না দিলে প্রত্যেককে চলন্ত ট্রেনেই বড় দুর্ঘটনার ঘটনা ঘটতে পারতো। আরও জানা যায় মহিলা যাত্রীদের চিৎকারে ছুটে যান সান্ধ ভ্রমণকারীরা। এক মেডিক্যাল প্রতিনিধি বলেন, মহিলা যাত্রীরা কোনোরকমে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এদিকে প্রদ্যোত ঘোষ, রমেন সরকার, সুর্য চক্রবর্তী অন্যান্য যাত্রীরাও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়েন। এর আগেও এই ঘটনা ঘটেছে। এমনকি ১৩১৪৫  কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ব্যাণ্ডেল ষ্টেশন ছাড়িয়ে দাঁড়িয়ে যায়। বিপদের ঝুকি নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে রেলের উচু সিড়ি উপতে গিয়ে হামেশাই ঘটনা ঘটছে। বিষয়টা রেল কতৃপক্ষের দেখা উচিত। এদিন মহিলা যাত্রীরা স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে গেলেও ষ্টেশন ম্যানেজারের দেখা পাননি। তাতে আরও ক্ষোভ লক্ষ করা যায়। 

Comments :0

Login to leave a comment