Biman Basu

‘রাজ্যে আইনের শাসন নেই’ বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় বললেন বিমান বসু

রাজ্য জেলা

 মধুসূদন চ্যাটার্জী- বাঁকুড়া

 

‘‘রাজ্যে আইনের শাসন চলছে না। একের পর এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ইচ্ছা করলেই রাজ্য সরকার অনেক আগে এই দুর্নীতি বন্ধ করতে পারতো কিন্তু করেনি।’’ বাঁকুড়ায় প্রয়াত সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় একথা বললেন প্রবীন সিপিআই(এম) নেতা এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 

 

শনিবার বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় ময়দানে সিপিআই(এম) বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন সাংসদের স্মরণ সভার আয়োজন করা হয়। সেই সভার প্রধান বক্তা বিমান বসু। এদিন তিনি বলেন, ‘‘হাই কোর্টের নির্দেশে সিবিআই যেই কাজ গুলো করছে সেই কাজ গুলো অনায়াসে রাজ্য সরকার অনেক আগে করতে পারতো। মন্ত্রী আমলা যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো। তাদের সতর্ক করতে পারতো। প্রয়োজনো কঠোর পদক্ষেপও নিতে পারতো।’’

বিমান বসু ছাড়া সভায় উপস্থিত আছেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, জেলা সম্পাদক অজিত পতি, রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।

বাঁকুড়ার সাংসদ হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন প্রয়াত বাসুদেব আচারিয়া। তাঁর সময় এলাকার সাধারণ পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। রাজ্যে রেলের উন্নতির ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন প্রয়াত কমরেড বাসুদেব আচারিয়া।

 

Comments :0

Login to leave a comment