Migrant Worker

পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করবে বামফ্রন্টের বিকল্প পঞ্চায়েত

রাজ্য

পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের ইস্তাহারে উঠে এলো পরিযায়ী শ্রমিকদের শোষেণের কথা। তার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য বামফ্রন্টের বিকল্প পঞ্চায়েত কী কাজ করবে তাও উল্লেখ করা হয়েছে।


বুধবার নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘ইস্তাহারে আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটা বিভাগ রেখেছি। পরিযায়ী শ্রমিকরা ত্রিমুখী শোষণের শিকার। দালালদের একটা টাকা তাদের দিতে হয়, যারা নিয়োগ করছে তাদের টাকা দিতে হয় কমিশন হিসেবে। অন্যদিকে তাঁদের যেই পারিশ্রমিক পাওয়ার কথা তা তাঁরা পাচ্ছেন না।’’
রাজ্য থেকে কতজন বাইরে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে তার কোন তথ্য রাজ্য সরকারের কাছে নেই। সেই প্রসঙ্গ টেনে বিমান বসু বলেন, ‘‘বিপুল সংখ্যার মানুষ কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যান। সেই সংখ্যা আমাদের জানা দরকার। তাই পঞ্চায়েতের কাজ হবে সেই নাম জোগার করার। তাঁদের ঠিকানা ফোন নম্বর সব জেলা পরিষদ এবং পঞ্চায়েতের কাছে থাকবে, বিপদে পড়লে তাঁদের জন্য জেলা পরিষদ বা পঞ্চায়েত যাতে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে।’’


বিমান বসু বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বেহাল দশা সামনে আসে। রাজ্য সরকার সেই সময় কোন উপযুক্ত পদক্ষেপ নিতে পারেনি। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে জীবন্ত সম্পর্ক তৈরি করার জন্য আমাদের বিভিন্ন সংগঠন কাজ চালিয়ে গিয়েছে বিভিন্ন সময়।’’

Comments :0

Login to leave a comment