USA FRANCE

ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

এবার ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। 
শান্তি ফেরানোর নাম করে মার্কিন যুক্তরাষ্ট্র বোর্ড অফ পিস গঠনের কথা বলেছে। সেখানে বলা হয়েছে গাজা পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর কথা। উল্লেখ্য এই শান্তি ফেরানোর নাম করে আদতে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদ।  
ফ্রান্সের দাবি, এই বোর্ডের চার্টার বা নিয়মাবলী শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ নেই। রাষ্ট্রসংঘের কাঠামো ও সার্বভৌমত্বের জন্য প্রশ্ন তুলতে পারে ট্রাম্পের এই প্রস্তাব। ফ্রান্স এই বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাবে না বলে জানা গিয়েছে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ-র পাঠানো একটি ব্যক্তিগত বার্তা শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ম্যাক্রঁ সিরিয়া ও ইরান ইস্যুতে ট্রাম্পের সাথে একমত হলেও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে সরাসরি আপত্তি প্রকাশ করেছেন। ম্যাক্রঁ লিখেছেন যে, তিনি বুঝতে পারছেন না ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে ঠিক কী করতে চাইছেন।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি দাবি করেন যে, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য চাপ মোকাবিলা করতেই ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান। ফরাসি বিদেশমন্ত্রক এই যুক্তিকে অত্যন্ত হাস্যকরভাবে বিদ্রূপ করেছে। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ‘যদি ভবিষ্যতে আগুন লাগে, তবে ফায়ার সার্ভিস আসবে তাই এখন বাড়িটি পুড়িয়ে দেওয়াই ভালো!’ 
প্যারিসের এই বিদ্রূপ ও অসহযোগিতায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আগে সাফ জানিয়ে দিয়েছেন, ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক চাপাবে তার প্রশাসন।

Comments :0

Login to leave a comment