কলকাতায় ফের গতির বলি। মা উড়ালপুলে গতির বলি দুই বাইকারোহী যুবক। ২০বছর বয়সী ওই দুই যুবক আনিস রানা এবং দানিস আলম বৌবাজারের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, চিংড়িহাটার থেকে তাঁরা সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। তাঁদের বাইক মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। বাইক নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ও আরোহী দু’জনেই বাইক থেকে ছিটকে পড়ে যান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীয় ট্রাফিক পুলিশ সূত্রের খবর, তাঁদের বাইক অনেক গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
maa flyover accident
মা উড়ালপুল দুর্ঘটনা, মৃত ২

×
মন্তব্যসমূহ :0