Anandapur

আনন্দপুরের পানশালায় দুষ্কৃতি তান্ডব, নিষ্কৃয় প্রশাসন

কলকাতা

আনন্দপুরের পানশালায় মাঝরাতে দুষ্কৃতিদের তান্ডব। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একদল ছেলে মুখে কাপড় বেঁধে লাঠি নিয়ে বেপরোয়া ভাবে ভাঙচুর চালাচ্ছে ওই পানশালায়।
সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানার পুলিশ। সূত্রের খবর মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। গোটা এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
স্থানীয়দের দাবি বিভিন্ন সময় এলাকায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সংবাদমাধ্যমে যেই ভিডিও দেখা গিয়েছে তাতে দেখা যাচ্ছে একদল যুবক হাতে লাঠি নিয়ে দরজা ভেঙে পানশালায় ঢুকে কর্মীদের মারধর করছে। কারুক মুখের কাপড় খুলে যাচ্ছে, তো কারুর গায়ে জামা নেই তা মুখে বাঁধা। 
এলাকাবাসীদের দাবি যাদের এই ঘটনায় দেখা গিয়েছে তারা সিন্ডিকেটের সাথে যুক্ত। উল্লেখ্য বাইপাস সংলগ্ন ব্যাস্ত রাস্তায় এই ঘটনা আতঙ্ক তৈরি করেছে। যেই জায়গায় এই ঘটনা ঘটেছে তার পাশে বহু গেস্ট হাউস আছে। তিন চারটি বেসরকারি হাসপাতালও আছে। রোগীর আত্মীয়রা ওই সব গেস্ট হাউসে থাকেন। সোমবার রাতের এই ঘটনা এলাকাবাসীর পাশাপাশি আতঙ্কে রয়েছেন রোগীর আত্মীয়রা।

Comments :0

Login to leave a comment