সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানের প্রয়াণে গভীর শোক জানালেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
শোকবার্তায় মানিক সরকার লিখেছেন, ‘‘প্রথিতযশা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের প্রয়াত হবার সংবাদ জেনে আমি বেদনাহত। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’’
সরকার লিখেছেন, ‘‘সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসা যাওয়ার মাধ্যমে ত্রিপুরার সাথে উস্তাদ রশিদ খানের আন্তরিক হৃদ্যতা গড়ে উঠেছিল। ত্রিপুরার প্রতি আকর্ষণ ও ভালোবাসার নিদর্শন হিসেবে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা ও চর্চার প্রসারে রশিদ খান রাজ্যে একটি সঙ্গীত প্রতিষ্ঠান(মায়ের স্মৃতিতে- ‘সঙ্গীত গ্রাম’) স্থাপন করেছেন।’’
মানিক সরকার শোক জ্ঞাপন করে লিখেছেন, ‘‘অসাধারণ এবং অনন্য উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিভার অধিকারী রশিদ খানের অবর্তমানে দেশের বর্তমান ধ্রুপদী সঙ্গীত চর্চার পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’’
Comments :0