শনিবার কেরালার বিরুদ্ধে আওয়ে ম্যাচে ৩-০ গোলে জিতেছিলো মোহনবাগান। ম্যাকলারেন জোড়া গোল করেছিলেন। তবে চিন্তার বিষয় মনবীরের চোট। ম্যাচের মধ্যেই মানবীর বিশালকে ব্যাকপাস করতে গিয়ে পায়ে কিছুটা টান অনুভব করেন মানবীর। সম্ভবত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। ম্যাচের মধ্যেই বিশাল ও গোলরক্ষক কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন মানবীর। ম্যাচের পরেও টিম বাস অব্দি একইভাবে যান কাঁধে ভর দিয়েই। তাই তার চোট নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। তবে এই বিষয়ে ভাবনার কিছুই নেই। বর্তমানে মোহনবাগান দল যেরকম অবস্থায় রয়েছে কোনো খেলোয়াড়ের অনুপস্থিতিতেও জয় পেতে খুব একটা সমস্যা হচ্ছেনা তাদের। সঠিক সময়ে জ্বলে উঠেছেন ম্যাকলারেন। নিজের নতুন দায়িত্ব ভালোভাবেই পালন করছেন কামিংস। রক্ষণভাগে আশীষের অনুপস্থিতিতে যোগ্য সহায়তা করছেন দীপেন্দু ।দুই বিদেশী সেন্টার ব্যাকের দারুণ বোঝাপড়ার কারণে খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছেনা বিশালকে। গত মরশুমের নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ইতিমধ্যেই ৪৯ পয়েন্টে পৌঁছে গেছে মলিনা ব্রিগেড। সবমিলিয়ে মোহনবাগানীয় ভঙ্গিতেই শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগোচ্ছে মোহনবাগান । আগামী রবিবার ঘরের মাঠে ওড়িশাকে হারালেই পর পর দুইবার শিল্ড আসবে গঙ্গাপাড়ের ক্লাবে।
Comments :0