border gavaskar test series

দুর্দান্ত অধিনায়কত্ব বুমরাহর, পরিস্থিতির মোকাবিলা করছে ভারত

খেলা

border gavaskar test ছবি প্রতীকী।

 

সিডনিতে বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে নাটকে মোড়া। প্রথম ইনিংসে ১৮৫ তে অল আউট হয়ে যাওয়ার পর প্রশ্ন উঠে গেছিলো রোহিতের অধিনায়কত্বে। রোহিতের পরিবর্তে বুমরাহ অধিনায়কের দায়িত্ব নেওয়ার পরেই যেন বদলে যায় ভারত। টেস্টে ১৮৫ রানের মতো ছোট রানের লক্ষ্যপূরণে সিডনির মাটিতে ১৮১ তেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া মূলত ভারতের দুরন্ত বোলিংয়েই। বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের বোলিং  বানে বিদ্ধ হন স্টিভ স্মিথরা। মহম্মদ সিরাজ তিনটি ( স্যাম কনস্টাস, ট্রাভিস হেড ও স্কট বল্যান্ড ) , বুমরাহ দুটি ( লাবুশেখনে , ওসমান খোয়াজা ), প্রশিদ্ধ কৃষ্ণ দুটি ( ওয়েবস্টার ও আলেক্স ক্যারি ) ও নীতিশ কুমার রেড্ডি দুটি উইকেট নেন ( প্যাট কামিংস ও মিচেল স্টার্ক )। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও শিকার হয়েছে অজিদের দুর্ধষ বোলিং বর্শায়। ওপেনিং জুটি রাহুল ও যশস্বীর পার্টনারশিপ আলো দেখাতে শুরু করলেও ৭.৩ ওভারে বোল্যান্ডের বলে আউট হন রাহুল (২০ বলে ১৩ রান )। ৯.৫ ওভারে সেই বোল্যান্ডই প্যাভিলিয়নের পথ দেখান যশস্বীকে (৩৫ বলে ২২ রান)। ভারতের স্কোরবোর্ড তখন ৪৭ রানে ২ উইকেটে ফ্যাকাশে দেখাচ্ছে। পরবর্তীতে গিল( ১৫ বলে ১৩ রান ) ও বিরাট ( ১২ বলে ৬ রান ) হাল ধরার চেষ্টায় ব্যর্থ হন।১৩.১ ওভারে বোল্যান্ডের বলে স্মিথকে ক্যাচ দিয়ে বসেন বিরাট। এই সিরিজে বজায় থাকছে বিরাটের খারাপ ফর্ম। ১৫.২ ওভারে ওয়েবস্টারের বলে আউট হন গিল। তবে ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনেন পন্থ ও জাদেজা জুটি। ৩৩ বলে ৬১ করে ২২.২ ওভারে প্যাট কামিংসের বলে আউট হন পন্থ। ৩৯ বলে ৮ রানে এখন টিকে রয়েছেন জাদেজা। ২১ বলে ৪ করে আউট হন নীতিশ। ১৭ বলে ৬ রানে জাদেজার এতে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন। আপাতত ৬ উইকেট হারিয়ে ১৪১ রানে রয়েছে ভারত। তাদের ১৪৫ রানে লিড রয়েছে।    

 

Comments :0

Login to leave a comment