Fire Kaliachak

কালিয়াচকে আগুনে পুড়ে ছাই ত্রিশের বেশি ঘর

জেলা

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কালিয়াচকের ৩০-৩৫টি ঘর। 
রবিবার দুপুর ১২টা নাগাদ কালিয়াচক-৩ ব্লক এলাকার বীরনগর-১ অঞ্চলের দুর্গারামটোলা ( রাজাটোলা) এলাকায় ভয়াবহ আগুন লাগে
গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েই দুর্গারামটোলায় ঘর বেঁধেছিল এই সব পরিবার। সব হারিয়ে এখানে বাসা বেঁধেছিলেন। কিন্তু এখানেও ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব। 
চারটি বাইক পুড়ে গিয়েছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন এইসব পরিবার।

Comments :0

Login to leave a comment