Stop Minor Girl Wedding

নাবালিকার বিয়ে রুখল বিডিও

জেলা

নাবালিকা বিয়ে রুখতে সচেতনতার প্রচারকেই কাজে লাগাল প্রশাসন। রুখলো নাবালিকার বিয়ে। উলুবেড়িয়া ১ নং ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের ওই নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার ছিল বিয়ের দিন। পাত্র বাগনানের বাসিন্দা এক যুবক। আত্মীয় স্বজনের সমাগম ছিল গোটা বাড়িতে। এক কথায় বিয়ের আয়োজনে কোনো খামতি ছিল না। মেয়ের বিয়ে উপলক্ষ্যে এসেছে সানাই বাজানোর লোকজনেরা। ফুল, মালা, লাইটে  সেজে উঠেছে বাড়ি। বর আসার অপেক্ষায় ছিল কনের পরিবার। কিন্ত বর নয়, এলেন বিডিও। রুখে দিলেন বিয়ে।
এদিন সকালেই ওয়েস্ট বেঙ্গল ওমেন এন্ড চাইল্ড ডেভলপমেন্টের কন্ট্রোল রুমে নাবালিকার বিয়ের ব্যাপারে অভিযোগ জমা পড়ে। খবর পেয়ে, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক তাড়াতাড়ি নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। অভিভাবকদের দিয়ে মুচলেকাও লিখিয়ে নেয় বিডিও। 
বিডিও নাবালিকার পরিবারকে বুঝিয়ে বললেন, নাবালিকার বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে। পরিবার বিডিও’র কথা বুঝে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, নাবালিকা বিবাহ রোধে ব্লক প্রশাসনের পক্ষ সচেতনতামূলক প্রচার চলছে। আগামীদিনে এই প্রচার আরও বাড়ানো হবে। 
 

Comments :0

Login to leave a comment