পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনার দিন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৩ ডিসেম্বরের বদলে মিজোরামে ভোট গণনা হবে ৪ ডিসেম্বর, সোমবার।
প্রথমিক ভাবে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সঙ্গেই ভোট গণনা হওয়ার কথা ছিল মিজোরামে। কিন্তু রাজ্য জোড়া বিক্ষোভের জেরে সেই দিন পিছিয়েছে মিজোরামের ক্ষেত্রে।
মিজোরামের সিংহভাগ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়ভুক্ত। রবিবার তাঁদের কাছে ধর্মীয় দিন। সেদিন নির্বাচনের ফল ঘোষণা হলে বহু মানুষ প্রার্থনা করতে পারবেন না। এই যুক্তিকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে দিন পিছনোর আবেদন জানায় একাধিক খ্রিষ্টান এবং নাগরিক সংগঠন। নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পরেই শুরু হয় দিন পিছনোর দাবি। শুক্রবার মিজোরামে এনজিও কো-অর্ডিনেশন কমিটির তরফে লাগাতার বিক্ষোভ চলে। সংগঠনের প্রতিনিধিরা দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। তারপরেই দিন বদলের কথা ঘোষণা করল কমিশন।
রবিবারের বদলে সোমবার গণনা হলেও গণনা প্রস্তুতিতে কোনও খামতি থাকছে না। ৪ হাজার সরকারি কর্মচারী গণনা প্রক্রিয়ায় অংশ নেবেন। ৩৯৯টি টেবিলে গণনা হবে মিজোরামের ৪০টি বিধানসভা আসনের জনমতের। পোস্টাল ব্যলটের জন্য বরাদ্দ থাকবে ৫৬টি টেবিল।
৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। রাজ্যের ৮ লক্ষ ৫৭ হাজার ভোটারের মধ্যে ভোট দেন ৮০ শতাংশ ভোটার। নির্বাচনী দৌড়ে রয়েছেন মোট ১৭৪জন প্রার্থী।
Comments :0