Covid Mock drill

করোনা মোকাবিলার জন্য দেশ জুড়ে মক ড্রিল

জাতীয়

করোনা মোকাবিলায় মঙ্গলবার মকড্রিলে বসছে দেশের বিভিন্ন হাসপাতাল। দিল্লি সফদরজং হাসপাতাল থেকে এই ড্রিলে অংশ নেবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানখুস মানদাভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ড্রিলের মাধ্যমে করোনা মোকাবিলায় হাসপাতাল গুলির প্রস্তুতির ওপর বেশি জোড় দেওয়া হবে। বেডের সংখ্যা, আইসিইউ, অক্সিজের বিষয় গুরুত্ব দেওয়া হবে এই ড্রিলের মাধ্যমে। 

উল্লেখ্য করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার চিত্র গোটা বিশ্ব সামনে ধরা পড়ে। অক্সিজের অভাবে মানুষের মৃত্যু। হাসপাতালে বেডের অভাব। চিকিৎসা না পেয়ে করোনা রোগীর মৃত্যু। গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া। এই ধরনের একাধিক ঘটনা সামনে উঠে আসে। ইতিমধ্যে করোনা প্রতিস্থিতি মোকাবিলা করার জন্য স্বাস্থ্য খাতে ১০৪ কোটি বরাদ্দ করেছে দিল্লির সরকার। এছাড়া কোথায় বেড খালি রয়েছে বা অক্সিজেন কোথায় পাওয়া যাবে তা দিল্লির রাজ্য সরকারের চালু করা একটি পোর্টালের মাধ্যমে জানতে পারবে সেখানকার মানুষ। কর্ণাটকেও সরকারের পক্ষ থেকে মাস্ক পড়ার ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে বাইরে গেলে মাস্ক বাধ্যতামূলক। 

Comments :0

Login to leave a comment