MOHAMMEDAN FC

মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগ জয় মহামেডানের

খেলা

calcutta football league east bengal mohammedan kolkata football mohunbagan bengali news

দক্ষিণ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগ জিতল মহামেডান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে মহামেডান। আর সেই সুবাদেই ঠিক ১৩ মিনিটের মাথায়, আঙ্গুসানার কর্নার থেকে রেমসাঙ্গার হেডে দুর্দান্ত গোল এবং সাদাকালো ব্রিগেড এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

কিছুক্ষণ পর ম্যাচের ২১ মিনিটে, তন্ময় ঘোষের বাড়ানো বল থেকে বিকাশ সিংয়ের শট ক্রসবারে লেগে প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়তে পারত। মোহনবাগান পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও, কোনও লাভ হয়নি।

কিন্তু সাদাকালো ঝড় তখনও থামেনি। ম্যাচের ৩৭ মিনিটে, ডেভিডের বুদ্ধিদীপ্ত গোলের সুবাদে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়ে।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও, আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত ২-০ গোলে ম্যাচ জয় মহামেডানের। সেইসঙ্গে, কলকাতা লিগ টাইটেল জয় সাদাকালো ব্রিগেডের।

ম্যাচ জয়ের পর, কোচ থেকে খেলোয়াড় সবাই খুশি।

Comments :0

Login to leave a comment