কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে, ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে সার্দান সমিতিকে ২-০ গোলে হারাল সাদাকালো ব্রিগেড।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে মহামেডান। গোটা দলই দুর্দান্ত ফর্মে ছিল এই ম্যাচে।
এদিনের ম্যাচের ২টি গোলই প্রথমার্ধে হয়েছে। ম্যাচের ১৫ মিনিটে, প্রথম গোলটি করেন অভিজিৎ সরকার। এই গোলের সুবাদে দলের মনোবল অনেকটাই বেড়ে যায়।
সেই জায়গা থেকেই, ম্যাচের ৩৭ মিনিটে অসাধারণ দক্ষতার সঙ্গে গোল করে দলকে আরও এগিয়ে দেন ডেভিড এবং সাদাকালো ব্রিগেড ম্যাচে লিড নেয় ২-০ ব্যবধানে। টুর্নামেন্টে নিজের অষ্টম গোলটি করে ফেললেন ডেভিড।
ম্যাচের পর মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানান, “সাদার্নের বিরুদ্ধে আজকের ম্যাচে আমাদের ছেলেরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমরা অত্যন্ত গর্বিত। গোটা দলের এই মনোভাব আমাদের প্রাপ্য জয় এনে দিয়েছে।”
Comments :0