Indian Super League

পেট্রেটসের প্রত্যাবর্তনে শিল্ড এল মোহনবাগানে

খেলা

mohun-bagan-vs-odisha-fc-indian-super-league ছবি অচ্যুত রায়

নায়করা হয়তো এভাবেই ফিরে আসেন বার বার। রবিবার যুবভারতীতে আবারো সেটা প্রমান করলেন পেট্রেটস। গোল করলেন ম্যাচের ৯০+৩মিনিটে। দিলেন শিল্ড। ম্যাচের ৩দিন আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছিল। ফলে গ্যালারি ভরতে খুব একটা অসুবিধা হয়নি। টিফো নিয়ে হাজির ছিলেন সমর্থকরা। প্রথমার্ধ জুড়ে পুরো যুবভারতী দেখল ওডিশার মুরতাদা ফলের দুর্দান্ত ডিফেন্সিভ স্কিল। মোহনবাগনের গোলমুখী শটগুলি রুখে দিচ্ছিলেন দক্ষতার সঙ্গেই। দ্বিতীয়ার্ধের বেশ কিছুটা সময় ধরেই চললো এই একই দৃশ্য। ড্রিঙ্কস ব্র্রেকের পর পুরো আক্রমণাত্মক মোডেই চলে গেলেন। আশিক , পেট্রেটসকে নামানোর পর তাদের আক্রমণের সামনে দাঁড়াতে বেশ কস্ট করতে হচ্ছিল ওড়িশাকে। ৯০+৩ মিনিটে এলো সেই মুহূর্ত । ডান দিক থেকে বল পেয়ে হঠাৎ করেই চকিতে টার্ন নিয়ে বাঁ পায়ের জোরালো শটটিতে নাস্তানাবুদ করে দিলেন অমরিন্দরকে। গোলের পর গোলের সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছিল তার অশ্রুমিশ্রিত চোখ। ম্যাচ শেষের বাঁশি বাজতেই গোটা স্টেডিয়াম উপচে পড়লো আনন্দে। পর পর দ্বিতীয়বার সর্বাদিক ৫২পয়েন্ট নিয়ে লিগ শিল্ড এলে গঙ্গাপাড়ের ক্লাবেই। এতদিন উপেক্ষিত ছিলেন তিনি। দীর্ঘদিন পারফরমেন্স না করতে পারে স্থান হয়েছিল রিসার্ভ বেঞ্চে । গত মরশুমে তার অবদান ভুলে সমর্থকরাও দাবি জানাচ্ছিল যে তাকে আনরেজিস্টের করানোর। কিন্তু অহংবোধে আঘাত লাগলে নায়করা যেরকম সঠিক সময়ে জ্বলে ওঠে । সেই সঠিক সময়েই জ্বলে উঠলেন দিমিত্রি পেট্রেটস। একদিকে বিরাট কোহলি যেমন  দুবাইয়ে  পাকিস্তানের বিরুদ্ধে শতরানের  প্রত্যাবর্তন করে ভারতের জয়গাথা রচনা করলেন , অন্যদিকে তেমনই কলকাতায় ভরা যুবভারতীতে শেষ মুহূর্তে গোল করে মোহনবাগানের জয়গাথা লিখলেন পেট্রেটস। তাই বিরাট , পেট্রেটসদের নিয়ে কখনোই শেষ কথা বলতে নেই । তাদের মাপতে নেই কোনো বিচারের মানদন্ডে।

Comments :0

Login to leave a comment