যুবভারতী ক্রীড়াঙ্গনে মঙ্গলবার বিকেলে এএফসি কাপের প্লে-অফ স্টেজের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ঢাকা আবাহনী ফুটবল ক্লাব।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন দুই দলের কোচ এবং ফুটবলার। আবাহনী কোচ লেমোস জানিয়েছেন, "দলগতভাবে আমরা মোহনবাগানকে হারাতে তৈরি।“
অন্যদিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরেন্দো জানান, “আবাহনী ম্যাচ আমাদের কাছে ফাইনাল। জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। পরপর ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ছেলেরা তৈরি হচ্ছে। ম্যাচ বাই ম্যাচ ধরে এগোচ্ছি।“
এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে হারিয়ে, এই ম্যাচে খেলতে নামছে বাগান শিবির। স্বভাবতই, আত্মবিশ্বাসী গোটা দল।
সাংবাদিক সম্মেলনে এসে লিস্টন কোলাসো জানালেন, “প্রতিটি মরশুমে আমরা আগের মরশুমের থেকে ভালো খেলার চেষ্টা করি। এবারও তাই করছি। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ।“
সবমিলিয়ে, ঢাকা আবাহনী ফুটবল দলকে হারিয়ে এএফসি কাপের পরের রাউন্ডে যেতে বদ্ধপরিকর সবুজ মেরুন ব্রিগেড।
প্রসঙ্গত, এই ম্যাচের জয়ী দল এএফসি কাপের গ্রুপ স্তরে খেলার ছাড়পত্র পাবে। ইতিমধ্যেই ভারত থেকে ওডিশা এফসি এএফসি'র গ্রুপ স্তরে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে।
Comments :0