MOHUNBAGAN

শক্তিশালী মোহনবাগানকে রুখে দিল কালীঘাট

খেলা

calcutta football league 2023 cfl football football news kolkata football news bengal football club news mohun bagan club east Bengal fc bengali news

কলকাতা লিগে আটকে গেল মোহনবাগান। বুধবার কালীঘাট এমএস-এর সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন। 

 

সপ্তাহের মাঝেও গ্যালারি জুড়ে স্লোগান থেকে শুরু করে ফ্ল্যাগ উড়িয়ে প্রিয় দলকে সমর্থন। টিফো, স্কার্ফ এবং ফুটবলপ্রেমী জনতার উন্মাদনা- এককথায় কলকাতা ফুটবলের সেই চেনা ছবি। বুধবার, মোহনবাগান মাঠে এই মুহূর্তগুলোই বারবার ধরা পড়ল। বাঙালির ফুটবল আবেগের প্রতিচ্ছবি যেন বারবার ফুটে উঠছিল এদিন। কিন্তু মাঠে আশানুরূপ ফুটবল খেলতে পারল না সবুজ মেরুন ব্রিগেড। 

 

এদিন শুরু থেকেই চাপ বজায় রাখার চেষ্টা করে মোহনবাগান। কিন্তু তাল কাটে ম্যাচের ২৯ মিনিটে। করণচাঁদ মুর্মুর পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কালীঘাট এমএস। তবে হাল ছাড়ার পাত্র নয় মোহনবাগানও। 

গ্যালারিতে সবুজ মেরুন সমর্থকদের গলা ছেড়ে গান, গুজবাম্পস, সবুজ মেরুন রংমশাল এবং ড্রামের আওয়াজ, তৈরি করে উৎসবের মেজাজ। দর্শকদের সমর্থনে তেতে ওঠে গোটা দল। সেই জায়গা থেকেই, ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সবুজ মেরুনের নির্ভরযোগ্য অস্ত্র সুহেল। প্রথমার্ধ শেষের একটু আগে, দুরন্ত একটি সেভ করেন মোহনবাগান গোলরক্ষক আর্শ আনোয়ার। ফার্স্ট হাফ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই। 

 

দ্বিতীয়ার্ধে একটি পরিবর্তন করেন মোহনবাগান কোচ। মাঠে নামেন ফারদিন আলি মোল্লা। তবে দ্বিতীয়ার্ধে কালীঘাটের খেলা বেশ নজর কাড়ে। বেশ কিছু গোলমুখী সুযোগ তৈরি করে তাঁরা। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে অফসাইডের জন্য গোল বাতিল হয় মোহনবাগানের। এদিকে, কালীঘাটও ম্যাচে পেনিট্রেশন বজায় রাখে। শেষমুহূর্তে একটুর জন্য বল বাইরে না গেলে, জয় পেতে পারত কালীঘাট। 

 

অন্যদিকে, ম্যাচের মাঝে দর্শকদের সঙ্গে পরিচিত হন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের সদস্য জেসন কামিংস, আর্মান্দো সাদিকু এবং অনিরুদ্ধ থাপা। তাঁরা সবুজ মেরুন সমর্থকদের  ভালোবাসা কুড়োলেন এবং গ্যালারির দিকে ছুঁড়ে দিলেন ফুটবল। 

এদিনের ম্যাচ ড্র হলেও সেটা নিয়ে বিশেষ চিন্তিত নয় মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক। সবুজ মেরুন শিবিরের বক্তব্য, এবারের কলকাতা লিগের অন্যতম সেরা দল মোহনবাগান। একটা ম্যাচে পয়েন্ট নষ্ট হতেই পারে। আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াবে টিম মোহনবাগান। 

 

Comments :0

Login to leave a comment