কলকাতা লিগে আটকে গেল মোহনবাগান। বুধবার কালীঘাট এমএস-এর সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।
সপ্তাহের মাঝেও গ্যালারি জুড়ে স্লোগান থেকে শুরু করে ফ্ল্যাগ উড়িয়ে প্রিয় দলকে সমর্থন। টিফো, স্কার্ফ এবং ফুটবলপ্রেমী জনতার উন্মাদনা- এককথায় কলকাতা ফুটবলের সেই চেনা ছবি।
এদিন শুরু থেকেই চাপ বজায় রাখার চেষ্টা করে মোহনবাগান। কিন্তু তাল কাটে ম্যাচের ২৯ মিনিটে। করণচাঁদ মুর্মুর পেনাল্টি থেকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কালীঘাট এমএস। তবে হাল ছাড়ার পাত্র নয় মোহনবাগানও।
গ্যালারিতে সবুজ মেরুন সমর্থকদের গলা ছেড়ে গান, গুজবাম্পস, সবুজ মেরুন রংমশাল এবং ড্রামের আওয়াজ, তৈরি করে উৎসবের মেজাজ। দর্শকদের সমর্থনে
দ্বিতীয়ার্ধে একটি পরিবর্তন করেন মোহনবাগান কোচ। মাঠে নামেন ফারদিন আলি মোল্লা। তবে দ্বিতীয়ার্ধে কালীঘাটের খেলা বেশ নজর কাড়ে। বেশ কিছু গোলমুখী সুযোগ তৈরি করে তাঁরা। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে অফসাইডের জন্য গোল বাতিল হয় মোহনবাগানের। এদিকে, কালীঘাটও ম্যাচে পেনিট্রেশন বজায় রাখে। শেষমুহূর্তে একটুর জন্য বল বাইরে না গেলে, জয় পেতে পারত কালীঘাট।
অন্যদিকে, ম্যাচের মাঝে দর্শকদের সঙ্গে পরিচিত হন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের সদস্য জেসন কামিংস, আর্মান্দো সাদিকু এবং অনিরুদ্ধ থাপা। তাঁরা সবুজ মেরুন সমর্থকদের
এদিনের ম্যাচ ড্র হলেও সেটা নিয়ে বিশেষ চিন্তিত নয় মোহনবাগান থিঙ্কট্যাঙ্ক। সবুজ মেরুন শিবিরের বক্তব্য, এবারের কলকাতা লিগের অন্যতম সেরা দল মোহনবাগান। একটা ম্যাচে পয়েন্ট নষ্ট হতেই পারে। আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াবে টিম মোহনবাগান।
Comments :0