MUMBAI CITY FC VS NUFC

জয় দিয়ে আইএসএল অভিযান শুরু মুম্বইয়ের

খেলা

ISL MUMBAI NORTH EAST EAST BENGAL MOHUN BAGAN INDIAN FOOTBALL BENGALI NEWS

মুম্বই সিটি এফসি-২

নর্থ-ইস্ট ইউনাইটেড-১ 

 

জয় দিয়ে ২০২৩-২৪ আইএসএল মরশুম শুরু করল মুম্বই সিটি এফসি। রবিবার গুয়াহাটি’র ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুূই দল। সেই ম্যাচ ২-১ ব্যবধানে জিতে নিলেন লালিয়ানজুয়ালা ছাংতেরা। এদিন ম্যাচের ৩টি গোলই ম্যাচের প্রথমার্ধে হয়। প্রথমে গোলের দরজা খোলে মুম্বই। ২৬ মিনিটে জর্জ পেরেইরা দিয়াজ মুম্বইকে এগিয়ে দেন। ৩২ মিনিটে দলকে সমতায় ফেরান পার্থিব গোগোই। 

কিন্তু সেই সমতা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৮ মিনিটে ফের জ্বলে ওঠেন পেরেইরা দিয়াজ। আইল্যান্ডাররা এগিয়ে যান ২-১ গোলে। 

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে গোলের জন্য ঝাঁপায় দুই দলই। নর্থইস্ট চেষ্টা করে সমতা ফিরিয়ে অন্তত ১ পয়েন্ট নিশ্চিত করতে। আর মুম্বই চেষ্টা চালায় ব্যবধান আরও কিছুটা বাড়িয়ে নিতে। কিন্তু কোনও পক্ষই সফল হয়নি। 

এদিনের ম্যাচে বল দখলের হারে নর্থইস্টের থেকে অনেকটাই এগিয়ে ছিল মুম্বই। ছাংতে’দের বল দখলের হার ছিল ৬৩ শতাংশ। মাঝমাঠের দখল না থাকলেও প্রতি-আক্রমণে উঠে এসে গোলের চেষ্টা চালিয়ে গিয়েছেন নর্থ-ইস্টের খেলোয়াড়রা। 

Comments :0

Login to leave a comment