সংসদে কথা বলতে দিতে হবে বিরোধীদের। উঠবে ‘নিট’ দুনীতি, কৃষকের সংগ্রহ মূল্যে নামমাত্র বৃদ্ধি, পাঠ্যবইয়ে পরিবর্তনের মতো বিষয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে জবাবদিহি করতে হবে সরকারকেই। জীবন জীবিকা এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার মতো বিষয়ে সংদের ভেতরে এবং বাইরে সরব থাকবে বামপন্থীরা।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রেলমন্ত্রী নিজেই তথ্য প্রযুক্তি মন্ত্রী। সারা বছর রেলে নতুন প্রযুক্তি নিয়ে বলেন। আর দুর্ঘটনা হলেই দায় বলেন ‘হিউম্যান এরর’, মানুষের দোষ। এখানেও চালকের নামে দোষ দিচ্ছে তদন্ত না করেই। এই সরকার বারবার মেহনতীকেই দোষী করে। দুর্ঘটনার দায়িত্ব নিতে হবে রেলকে, রেলবোর্ডকে। রেলমন্ত্রী দায় এড়াতে পারেন না।’’
বৃহস্পতিবার এই লক্ষ্য জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কলকাতায় মুজফফর আহমদ ভবনে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন তিনি। ইয়েচুরি বলেছেন, ‘‘কেন্দ্রে বিজেপি জোট সরকারের স্থিতিশীল পরিস্থিতি নেই।’’
২৪ জুন শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। ২৬ জুন হবে লোকসভার অধ্যক্ষ নির্বাচন। অধ্যক্ষের পদ নিজেদের হাতে রেখে সহকারী অধ্যক্ষের পদ বিরোধীদের দেওয়ার রেওয়াজ রয়েছে সংসদে। গতবার সেই ধারা ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এবারও নিশ্চিত নয় উপাধ্যক্ষের পদ বিরোধীদের ছাড়া হবে কিনা।
ইয়েচুরি বলেছেন, ‘‘আগের দু’বারের মতো পরিস্থিতি নয়। বিজেপি’র নিজের আসন লোকসভায় গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২-র থেকে কম। বিজেপি জোট এনডিএ’র আসন গরিষ্ঠতার চেয়ে মাত্র ২০টি বেশি। কেন্দ্রে বিজেপি জোট সরকারের স্থিতিশীল পরিস্থিতি নেই।’’
এর মধ্যেই ডাক্তারির স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ ঘিরে বেনিয়ম ধরা পড়ে গিয়েছে। কলেজে শিক্ষকতা এবং গবেষণার চাকরির ইউজিসি-নেট পরীক্ষা বাতিল হয়েছে বুধবারই। ইয়েচুরি বলেছেন, ‘‘এটি হিমশৈলের চূড়ামাত্র। বুঝেশুনে শিক্ষাক্ষেত্রে অরাজক অবস্থা কায়েম করা হয়েছে। কেন্দ্রের সরকার তা-ই চায়।’’ তিনি বলেন, ‘‘ছাত্রছাত্রীদের সঙ্গে খেলা করার অর্থ দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা। বিজেপি-কে এই প্রশ্নের মুখে পড়তে হবে। খরিফে ধানের সহায়ক মূল্য মাত্র ৫.৩৯ শতাংশ বাড়িয়েছে কেন্দ্র। কৃষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে। সংসদে জবাবদিহির মুখে পড়তে হবে সরকারকে।’’
পরীক্ষা প্রসঙ্গে ইয়েচুরি বলেছেন, ‘‘দায়িত্বে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। মোদী সরকারই এই সংস্থাকে তৈরি করেছে। হয় তাদের ব্যর্থতায় এমন ঘটছে অথবা তারা এসব করাচ্ছে। এনটিএ বাতিল করতে হবে। পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে।’’
পরীক্ষা কেলেঙ্কারিতে দেখা গিয়ে ওএমআর শিটে কারচুপি হয়েছে। নিট-এ গুজরাটের একটি কেন্দ্র ঘিরে অভিযোগ, একদল পরীক্ষার্থী ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছে। পরে অন্য কেউ তা পূরণ করে জমা দিয়েছে। এরাজ্যে শিক্ষকদের চাকরির পরীক্ষায় এমনই বেনিয়ম ধরা পড়েছে কলকাতা হাইকোর্টে। এ সংক্রান্ত এক প্রশ্নে ইয়েচুরির মন্তব্য, ‘‘দুর্নীতি কোনও ভাষা বা অঞ্চলে আটকে থাকে না। দুর্নীতিগ্রস্তরা, বাংলা বা গুজরাট, যেখানেই হোক, একই কায়দায় লুট করে।’’
শিক্ষায় কেন্দ্রের বিজেপি সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে ইয়েচুরি বলেছেন, ‘‘এরা আসলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে নেমেছে। আসল লক্ষ্য ছাত্রছাত্রীদের বিজ্ঞামনস্কতা এবং যুক্তিবাদের শিক্ষা থেকে দূরে রাখা। প্রশ্ন করতে পারে, এমন মন তৈরি হতে না দেওয়া। তাই ইতিহাসের নামে শেখানো হচ্ছে হিন্দু পৌরানিক কাহিনী। বিজ্ঞানের নামে কুসংস্কার পড়ানো হচ্ছে।’’
SITARAM YECHURY
কাঞ্চনজঙ্ঘা, ‘নিট’: সংসদে জবাবদিহি করতে হবে সরকারকেই
×
Comments :0