Campeonato Paulista

নেইমারের গোল , জয় পেল স্যান্টোস

খেলা

ছবি প্রতিকী

 

ছোটবেলার ক্লাব স্যান্টোসে প্রত্যাবর্তন ম্যাচেই গোল পেল নেইমার। সোমবার স্যান্টোসের উর্বাণো ক্যালডেইরা স্টেডিয়ামে ১৪মিনিটে পেনাল্টি থেকে গোল পান নেইমার। ঘরের মাঠে ক্যাম্পেনাটো পাওলিস্তার ম্যাচে আগুয়া স্যান্টার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল স্যান্টোস। আল হিলাল থেকে নিজেদের ছোটবেলার দলে ফিরে স্বভাবতই বেশ খুশি ৩২বছরের তারকা। ২০০৯ থেকে ২০১৩ অব্দি স্যান্টোসে থাকাকালীন ২২৫ম্যাচে ১৩৮ গোল করেছিলেন নেইমার। পরবর্তীতে বার্সিলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ  , লা লিগা জিতেছিলেন । পরবর্তীতে ২২২ মিলয়ন ইউরোর রেকর্ড অর্থে পিএসজিতে যান। সেখান থেকে আসেন সৌদির ক্লাব আল হিলালে।  

Comments :0

Login to leave a comment