মণিপুরে নিজের বিধায়কদের এক রাখতে হিমসিম খাচ্ছে বিজেপি। সঙ্কটের জেরে রাষ্ট্রপতির শাসন জারির সম্ভাবনাও তৈরি হয়েছে।
ক্ষোভের জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিং-কে সরাতে হয়েছে রবিবারই। কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ঠিক করতে পারছে না বিজেপি।
রাজ্যে ৬০ সদস্যের বিধানসভায় বিজেপি’র সদস্য ৩৭। কিন্তু কুকি-জো জনগোষ্ঠীর ৭ বিধায়ক কোনও মেইতেই বিধায়ককে সমর্থন দিতে নারাজ।
২০২৩’র মে থেকে আদিবাসী কুকি-জো জনগোষ্ঠীর সঙ্গে সংখ্যাগুরু মেইতেই জনগোষ্ঠীর বিবাদে আগুন জ্বলেছে মণিপুরে। পুরো পর্বে বিজেপি-আরএসএস এবং বিশে করে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে সংখ্যাগুরুবাদে প্রকাশ্য মদত দেওয়ার অভিযোগ উঠেছে। অবস্থা এমন যে কুকি-জো এবং মেইতেই, দুই জনগোষ্ঠীকে একমত করে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর জায়গায় নেই বিজেপি।
সোমবার ইম্ফলে দফায় দফায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা সম্বিত পাত্র। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় আলোচনা করেছেন। কুকি-জো বিধায়করা ২০২৩-এ সংঘর্ষের পর থেকে বিধানসভায় যোগদান বন্ধ করে দিয়েছেন।
কুকি-জো জনগোষ্ঠীর নেতাদের বক্তব্য, বীরেন সিংয়ের জায়গায় আরেকজন মেইতেইকে মুখ্যমন্ত্রী করা হলে সমর্থন করা যাবে না।
বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। তার মদ্যে রয়েছে রাজ্য মন্ত্রীসভার সদস্য খেমচাঁদ সিং। ২০১৭-২২ বিধানসভার অধ্যক্ষও ছিলেন তিনি। তাঁর পিছনে আরএসএস’র সমর্থন রয়েছে বলে জানাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।
নাম রয়েছে বিধানসভার বর্তমান অধ্যক্ষ থকচম সত্যব্রত সিংয়েরও।
এন বীরেন সিং রবিবার পদত্যাগ করলেও আপাতত কাজ চালিয়ে যাবেন রাজ্যপালের নির্দেশে। দফায় দফায় আলোচনার পরও বিকল্প না পাওয়া গেলে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া অন্য পথ খোলা নেই বলে সংবাদমাধ্যমে জানিয়েছে বিজেপি’র সূত্র।
MANIPUR
দলকে এক রাখতে নাকাল বিজেপি, রাষ্ট্রপতি শাসনের মুখে মণিপুর
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24036/67aa25fd38fc9_biren-modi.jpg)
×
Comments :0