অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের অরবিন্দপল্লী এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মৃত বৃদ্ধার নাম লক্ষ্মীরানী চক্রবর্তী (৮৪)। অরবিন্দপল্লীর বাড়ির একটি ঘরে তিনি একাই থাকতেন। ভোররাতে কোনভাবে বৃদ্ধার ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। সেই সময় তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বৃদ্ধার ছেলে বাপন চক্রবর্তী জানান, তার মা নিরামিষ খাবার স্টোভে নিজে রান্না করে খেতেন। নার্ভের সমস্যা থাকায় ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমাতেন। ভোররাতে পাশের বাড়ির চিৎকার শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পাই মায়ের ঘরে আগুন লেগেছে। স্টোভ থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Fire in Siliguri
শিলিগুড়িতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
×
Comments :0