ডুয়ার্সের চালসা–মালবাজার জাতীয় সড়কের সাতখাইয়া মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মালবাজার দিক থেকে বাইকে করে চালসার দিকে আসছিলেন। সাতখাইয়া মোড়ের কাছে তিনি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পড়ে যান। মাথায় হেলমেট না থাকায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর ভিড় জমে যায়। পরে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ এবং বাইক উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোনো গাড়ির ধাক্কায় দুর্ঘটনা নাকি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারানোর ফলে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানতে তৎপরতা শুরু হয়েছে।
পথদুর্ঘটনা রোধে রাজ্যজুড়ে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" উদ্যোগ চালু থাকলেও, হেলমেটসহ ন্যূনতম সুরক্ষা বিধিও অনেকেই মানছেন না—এদিনের ঘটনায় তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
Road Accident
ডুয়ার্সে মটরসাইকেল দুর্ঘটনায় মৃত এক
×
Comments :0