Government ready to talk on Manipur Issue

চাপের মুখে মণিপুর নিয়ে আলোচনা অমিত শাহর

জাতীয়

মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বিরোধী দলগুলির বিক্ষোভে বাদল অধিবেশনের তৃতীয় দিনেও উত্তাল সংসদের দুই কক্ষই। সোমবার সভা শুরু হতেই মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন। লোকসভা রাজ্যসভ দুই কক্ষেই বিরোধীরা সরকারের অবস্থান নিয়ে স্পষ্টতা দাবি করেন। এমনকি ‘ইন্ডিয়া’র ব্যানারেই বিজেপি বিরোধী দলগুলি এককাট্টা হয়ে মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদের উভয় কক্ষে বিবৃতির দাবিতে সরব হয়।


সোমবার তিনবার সভার কাজ মুলতুবি হওয়ার পর বাধ্য হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজি তিনি। বিরোধীদের দাবি মেনেই প্রশ্ন উত্তরেও রাজি সরকার জানান শাহ। তার আগে রাজনাথ সিংও জানিয়েছেন যে মণিপুর নিয়ে আলোচনায় রাজি তারা।  
প্রসঙ্গত মণিপুর নিয়ে আলোচনার দাবিতে সোমবার রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ। ‘সাংসদ পদের অবমাননা’ করার কারণে গোটা বাদল অধিবেশনের জন্য তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

Comments :0

Login to leave a comment