বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। রবিবার অ্যাডিলেড স্টেডিয়ামে শাকিব আল হাসানদের মুখোমুখি হন বাবর আজমরা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১২৭রান করে বাংলাদেশ। ১৮.১ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া আফিফ হোসেন ২০বলে ২৪রান এবং সৌম্য সরকার ১৭বলে ২০ রান করেন। এছাড়া বাংলাদেশের বাকি ব্যাটাররা ব্যর্থ হন গুরুত্বপূর্ণ এই ম্যাচে।
রান তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ১২৮রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান। তিনি ৩২বলে ৩২রান সংগ্রহ করেন। এছাড়া মহম্মদ হারিস ৩১ রান এবং বাবর আজম ২৫ রান করেন। ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শান মাসুদ।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন যথাক্রমে শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন এবং নাসুম আহমেদ। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি সংগ্রহ করেন ৪ উইকেট। এছাড়া শাদাব খান ২টি এবং হারিস রৌফ এবং ইফতিকার আহমেদ ১টি করে উইকেট সংগ্রহ করেন। শাহিন আফ্রিদি নিজের ক্যেরিয়ারের সেরা পারফরমেন্স দেন এইদিন।
Comments :0