Pm Modi in Morbi Hospital

ক্ষোভ সামলাতে মোরবিতে মোদী,
হাসপাতালে রঙের পোচ প্রশাসনের

জাতীয়

গুজরাটের মোরবিতে (Morbi) সেতু দুর্ঘটনার পর মঙ্গলবার আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Narendra Modi)। প্রথমে তিনি বিপর্যয়স্থল পরিদর্শন করেন তারপর সেখানে থেকে আহতদের দেখতে হাসপাতাল যান তিনি। গতকালই প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছিল যে হাসপাতালে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার আগেই তড়িঘড়ি সেজে উঠল মোরবি হাসপাতাল। রংয়ের পোচ পড়ে হাসপাতালের দেওয়ালে। তেমনি রং করা হয় দরজা, জানালাতেও। রোগী ভর্তি হাসপাতালে মেশিন চালিয়ে পাথর কাটার কাজ হয়। বসানো হয় টাইল। রোগীদের বিছানায় আসে নতুন বেড কভার, নতুন টেবিল ইত্যাদি। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে দ্রুত নতুন সাজে সেজে ওঠে মোরবি হাসপাতাল।
নরেন্দ্র মোদী হাসপাতালে যাবে বলে মোরবি হাসপাতাল সাজানোর যে উদ্যোগ নিয়েছে তা নিয়ে কটাক্ষ করে কংগ্রেস। তারা হাসপাতাল মেরামতির কিছু ছবিও টুইটারে শেয়ার করে সেখানে তারা লেখে ‘মোরবিতে ব্রিজ ভেঙে এত মানুষের মৃত্যু হল তাতে বিন্দু মাত্রও লজ্জিত নয় বিজেপি সরকার। উল্টে হাসপাতালে ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যস্ত তারা’। প্রসঙ্গত ব্রিটিশ আমলে তৈরি হওয়া মোরবি ব্রিজ মেরামতির পরেই খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। মেরামতির দায়িত্বও দেওয়া হয় ওরেভা (Oreva) নামে এক অনভিজ্ঞ সংস্থাকে। সেখানে কোন রকমের পৌরসভা থেকে ছাড়পত্র ছাড়াই খুলে দেওয়া হয়। রবিবার সন্ধায় ওই ঝুলন্ত ব্রিজে ওঠে বহু মানুষ। কিন্তু চাপ সামলাতে না পেরে সেটি ভেঙে পরে। মৃত্যু হয় কমপক্ষে ১৪১ (141) জনের। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ, এখনও জারি আছে উদ্ধার কার্য। তবে সাধারণ মনুষের ক্ষোভে ক্রমেই বাড়ছে বিজেপি প্রশাসনের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী যদিও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দেওয়ার হবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু তাতে কতটা ভরষা রাখতে পারছে সাধারণ মানুষ তা নিয়ে উঠছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment