Road Accident

ড্রাম্পারের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে মৃত চালক, জখম ওসি

জেলা

সিউড়ি থেকে মুরারই ফেরার পথে গনপুর জঙ্গলে শনিবার ভোরে মুরারই থানার ওসি'র গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি কোন রকম প্রাণে বেঁচে গেলেও তাঁর গাড়ির ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে মৃত চলাকের নাম হামিদুল শেখ(২৫)। বাড়ি পারুই থানার কুস্টিগিরি গ্রামে। তিনি এদিন ভোরে মুরারই থানার ওসি মহম্মদ সাকিব সাহেবকে গাড়ি করে মুরারই থানায় ফিরছিলেন। মুরারই ফেরার পথে গনপুর জঙ্গলে একটি গাড়িকে ওভার টেক করতে গিয়ে একটি ড্রাম্পের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওসি'র গাড়িটি। এই দুর্ঘটনায় চালকের ঘটনাস্থেই মৃত্যু হয়। ওসি মহম্মদ সাকিব সাহেব গুরুত্বর ভাবে জখম হন। তাদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চালক হামিদুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। জখম ওসি মহম্মদ সাকিব সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে এদিন দুপুরে সিউড়ি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তিনি  বিকেলে মুরারই থানায় এসে পৌঁছান। জানা গেছে, তাঁর হাতে পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। পলাতক ডাম্পারের চালক।
 

Comments :0

Login to leave a comment