বিশ্বের তিন নম্বর ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছালেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানন্দ।
আজারবাইজানের বাকুতে এফআইডিই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে তাক লাগানো জয় হাসিল করলেন বিস্ময় বালক আর প্রজ্ঞানন্দ।
ফাইনালে প্রজ্ঞা মুখোমুখি হবেন ম্যাগনাস কার্লসেনের।
এর আগে ভারতের কেবল বিশ্বনাথন আনন্দ এই টুর্নামেন্টের ফাইনালে যেতে পেরেছেন। ভারতীয় সময়ের হিসেবে সোমবার রাত বারোটার পর টাই ব্রেকারে ফয়সালা হয় খেলার।
Comments :0